178 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধ>নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারের আরসি শিশুদের জীবনমান উন্নয়ন ও পড়ালেখায় মনোযোগী হতে উৎসাহ যোগাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকেলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্পনসর শীপ প্রজেক্টের আওতায় কিশোরগঞ্জ এপি’র আয়োজনে ৫টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণীতে পাঠদানরত ৩ হাজার আরসি শিশু (নিবন্ধনকৃত)পরিবারের মাঝে স্ব-স্ব পিএফএ-৪ এ শিক্ষা উপকরণ হিসেবে বিনামূল্যে উন্নত মানের খাতা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,এপি ম্যানেজার পিকিং চাম্বু গং,প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারী,মিন্টু বিশ্বাস,স্বপন কিসপট্টা,নেলসন সরেন ও আরসি শিশু প্রমুখ।এ সময় হাতে খাতা পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছাসে মাতোয়ারা হয়ে উঠেন কোমলমতি আরসি শিশুরা।