280 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে আহত শিশু মোনাঈদ (৫) এর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেলে মৃত্যু হয়েছে। শিশুটি সদর ইউনিয়নের বাজেডুমরিয়া পশ্চিমপাড়া গ্রামের সেল্টু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শ্বশুর বাড়ি থেকে রোববার দুপুরে ছেলেসহ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সেল্টু। বড়ভিটা বাজারের পশ্চিম পাশে ক্যানেলের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তার ছেলে পড়ে গিয়ে আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেলে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেড বাবু) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।