175 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন সংক্রান্ত এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওই পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মৌসুমী হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মঈন খান এলিস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মায়া বেগম,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)আব্দুল কুদ্দুস,সেনাবাহিনীর ক্যাপ্টেন মুনতাসির,বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান,শারদীয় দুর্গা পূজা পরিচালনা পরিষদের আহবায়ক ভূপতি মিত্র,সদস্য সচিব মিথুন কুমার রায়সহ বিভিন্ন দূর্গা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রমূখ।
জানা যায়,এবার উপজেলায় ১২০টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হবে।এ সব মন্দিরে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ৫০০কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।এসময় উপস্থিত ব্যক্তিবর্গ নির্বিঘ্নে এবং অত্যন্ত শান্তিপূর্নভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনে পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।