101 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোর-কিশোরীরা আত্নশক্তিতে বলিয়ান হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ও সহিংসতা রুখে দিয়ে শান্তিময় নিজ পরিবার তথা সমাজ-সম্প্রদায় বিনির্মানে ইমপ্যাক্ট প্লাস বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন ও সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে গত ১২থেকে১৪ডিসেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে এপির ৫টি কর্ম এলাকার ৬টি ইউপির ইমপ্যাক্ট প্লাস ক্লাবের ২০জন সদস্য অংশগ্রহন করেন।
এসময় ইমপ্যাক্ট প্লাস ক্লাবের সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প গ্রহনের মাধ্যমে যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন,বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন,শিশু সুরক্ষা রোধে উঠান বৈঠক,অন্যের সমস্যা ও সহযোগিতায় এগিয়ে আসা,মানবাধিকার,মানবাধিকার সর্বজনীন ঘোষনা,শিশু অধিকার সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন,অনুসন্ধিৎসা বা জানার আগ্রহ,সহিংসতা,সহিংসতার ধরণ,শান্তি,প্রকল্প ব্যবস্থাপনা,যোগাযোগ,কারিগরি দক্ষতা,ব্যক্তিগত ও দলগত ব্যবস্থাপনা,উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাসহ এসব বিষয় তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন,জেলা এসিও ম্যানেজার লোটাস চিসিম,এসিও শিক্ষা স্পেশালিষ্ট মার্গারেট মধু,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,এপির প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,জন কেনেডি ক্রুশ,জেফিরাজ দোলন কুবি,নেলসন সরেন প্রমুখ।