39 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে বিজয় উল্লাসে মেতে উঠে ও মহা ধুমধামে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।সোমবার (১৬ই ডিসেম্বর) উপজেলা প্রশাসন এ দিবসকে ঘিরে দিনভর নানা কর্মসূচির আয়োজন করেন।কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত, এবং বেসরকারি ভবনের জাতীয় পতাকা উত্তোলন,৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা,শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,দিনব্যাপী বিজয় মেলা,মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,হাসপাতাল,এতিমখানা, বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন,শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত,বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া,প্রার্থনা,বিশেষ মোনাজাত। উল্লিখিত কর্মসূচি বাস্তবায়নের মাঝে উপজেলা মিনি স্টেডিয়ামে আলোচনা সভা ও ১০৪জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।ইউএনও মৌসুমী হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মঈন খান এলিস,কৃষি কর্মকর্তা লোকমান আলম,সমবায় কর্মকর্তা জাকিয়া ফারহানা,আনসার ও ভিডিপি কর্মকর্তা মায়া বেগম,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোতালেব হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।