345 বার পঠিত
আজ সকাল ১০ টায় কিশোরগঞ্জ শহরের গাংচিল কনভেনশন সেন্টারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিঃ এর সৌজন্যে ও ডেন্টিস্ট মোঃ এনামুল হাসানের সভাপতিত্বে এবং ডেন্টিস্ট মুর্শিদ মিয়ার সঞ্চালনায় কিশোরগঞ্জ ডিপ্লোমা ডেন্টাল এসোসিয়শন এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ১ম অধিবেশনে উপস্থিত সকল ডেন্টিষ্টগনদের উদ্দেশ্যে সায়েন্টিফিক আলোচনা করেন ডাঃ সানজিদ জাহান সিদ্দিকি এবং ২য় অধিবেশনে সকল ডেন্টিষ্টদের মত বিনিময় সভা, সম্মাননা স্মারক, উপহার বিতরন অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন কিশোরগ্জ ডিপ্লাোমা ডেন্টাল এসোসিয়েশন এর সকল ডেন্টিষ্ট সদস্যগন।
এতে বক্তারা রোগীদের মান সম্মত সেবা, অর্থের চেয়ে রোগীর সেবাকে মূখ্য হিসেবে দেখার আহবান জানান।