186 বার পঠিত
কটিয়াদী থেকে ঢাকাগামী বাসের ভাড়া কমানোর দাবিতে গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
এ সময় তারা কয়েকটি বাস আটক কলেজ মাঠে নিয়ে যায়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে ছাত্র সমন্বয়কদের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয়।
কটিয়াদী টু ঢাকা গেট লক সার্ভিস এর ভাড়া ৫০ টাকা কমিয়ে ৩০০ টাকা অনন্যা সুপার ও যাতায়াতের ভাড়া ২৫ টাকা কমিয়ে ২৭৫ টাকা এবং জলসিড়ি ও উজান ভাটির ভাড়া ২০ টাকা কমিয়ে ২৬০ টাকা নির্ধারণ করা হয়। এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ায় যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত এ ভাড়া ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। শিক্ষার্থীরা ন্যায্য ভাড়া নির্ধারিত হওয়ায় আনন্দিত।