1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এসএসসির ফরম পূরণের সময়সীমা বাড়লো - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

এসএসসির ফরম পূরণের সময়সীমা বাড়লো

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

 195 বার পঠিত

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। আর ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ২০ নভেম্বর পর্যন্ত।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ নভেম্বর হতে ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর।

আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। ৭ নভেম্বর ফরম পূরণের শেষ দিন ছিল। প্রথম দফায় সময় বাড়ানো হয় ৯ নভেম্বর পর্যন্ত। এবার আবার এসএসসির ফরম পূরণের সময় বাড়িয়ে ১৯ নভেম্বর করা হলো।

এবার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফি দুই হাজার ১৪০ টাকা, ব্যবসায় শিক্ষার পরীক্ষার্থীদের জন্য দুই হাজার ২০ টাকা এবং মানবিকের পরীক্ষার্থীদের ফি দুই হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park