1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
আমাকে একটা সিল উপহার দান করুন ‘ আমি পাঁচ বছর আপনাদের সেবা করবো:শাহজাহান ওমর - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

আমাকে একটা সিল উপহার দান করুন ‘ আমি পাঁচ বছর আপনাদের সেবা করবো:শাহজাহান ওমর

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

 209 বার পঠিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি> ঝালকাঠি-১ আসনের নৌকা মার্কার হেভিওয়েট প্রার্থী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম এর নৌকা মার্কার সমর্থনে রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আয়োজিত সভায় উপস্থিত থেকে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চান ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।

এ সময় শাহজাহান ওমর বলেন, এখনো কি এখানে বিএনপি আছে ? ‘আছে নাকি দু – একটা’ যদি থেকে থাকো- থাকতেই পারো। রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে। সব কথার এক কথা তোমাদের বিএনপি বানাইলো কে ? তোমাদের ওস্তাদ কে ? ওস্তাদ যখন বুদ্ধিমত্তা বিবেচনা করে নৌকায় উঠেছে তোমাদের আর কোনো ভাবনার বিচার বিবেচনা আছে ? যদি দু – চারজন থেকে থাকো অচিরেই উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ সাহেবের হাত ধরে নৌকায় উঠো। সকলে মিলে মিশে নৌকার পক্ষে কাজ করো।

আমি এই অঞ্চল’কে নৌকার দূর্গ গড়ে তুলবো। তিনি আরো বলেন এইযে ষড়যন্ত্র কারীরা তারা চাচ্ছে নির্বাচনে যেনো ভোট কম কাস্ট হয়। ৫০ ভাগের ৫১ ভাগ পেলেইতো সে জিতে নাকি, এখন যেহুতো অন্য দল নেই ২ ভোট পাইলেও আপনি জিতে গেলেন। বাকি ৪৯ ভোট লাগেনা। তখন এই কুচত্রুী মহল,স্বার্থান্বেষী বিদেশি মহল বিদেশি গণমাধ্যমে প্রচার করবে যে বাংলাদেশে ভোট হয়নায়। পাঁচ,দশ বা বিশ % ভোট হয়েছে, এই নির্বাচন অবৈধ।

এইটাকে যদি বৈধতা দিতে চান তাহলে একটাই সমাধান এখানে যদি ৬০% ভোট জনগন দেয় তাহলে নেত্রী বলতে পারবেন দু-একটি দল নির্বাচনে আসেনায়, জনগনতো আসছে। জনগনের আশা আখাঙ্খা প্রতিফলিত হয়েছে। কাজেই ৬০ থেকে ৭০ ভাগ ভোট দিতে হবে। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেন কেহ যেনো একাধীক ভোট দেয়ার চিন্তাও না করে।

কারন আপনাদের এই সংসদীয় এলাকায় শকুনের মতো তাকিয়ে আছে অনেক ষরযন্ত্রকারী, অনেক সাংবাদিক, অনেক পর্যেবেক্ষক আপনারা টেরও পাবেন না। তারা যদি একটি ছবি তোলো রিপোর্ট করে যে আপনি জাল ভোট দিতেছেন এইটা কিন্তু ব্যাপকতা ধারন করবে। এই রকম যারা মনে করেন লোক আসুক বা না আসুক সিল মেরেই পাশ করে যাবো তারা কিন্তু হাসিনার চরম শত্রু। আমি আপনাদের সেবক বা ভাই হিসেবে আমি অনুরোধ করতে চাই আপনারা সবাই ভোটে আসবেন। শুধু আপনারা না স্ত্রী, মেয়ে বা অন্য যারা ভোটার আছে তাদের আনতে হবে। একটা দিনে একটা সিল আমাকে উপহার দান করুন আমি পাঁচ বছর আপনাদের সেবা করবো।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ওয়ার্কাস পার্টির আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন,উপেজলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক নাসির উদ্দীন মৃধা,সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু। অনুষ্ঠানে সভাপিতত্ব করেন সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান খান। সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park