169 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ড্রেনেজ ব্যবস্থা বেহাল অবস্থা। প্লাস্টিক পলিথিনে ভর্তি হয়ে রয়েছে ড্রেন। এতে ড্রেনের স্বাভাবিক পানি চলাচল ব্যহত হয়ে পড়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় সংলগ্ন গিয়ে এলাকার ড্রেনে এ দৃশ্য দেখা যায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ডাস্টবিন সুবিধা নেই। এতে শিক্ষার্থীরা বিভিন্ন খাবার জাতীয় পণ্যের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিন যেখানে সেখানে ফেলে দেয়। এগুলো বৃষ্টির পানিতে ড্রেনে গিয়ে পড়ছে। ফলে ড্রেনগুলো এমন বেহাল দশায় পরিনত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী কবির হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত জঘন্য অবস্থা রয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থার মধ্যে যেখানে এক বিন্দু পরিমাণ জায়গা ফাঁকা যেখানে পানি স্রোতের মত যেতে পারে। সব জায়গাতে পলিথিন প্লাস্টিক ভরে গিয়েছে ড্রেনেজ সিস্টেমের মধ্যে। প্রশাসনকে যতদ্রুত সম্ভব হয় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে ক্যাম্পাসকে পরিবেশ বান্ধব করা জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের জনবহুল এলাকাগুলোতে ডাস্টবিনের ব্যবস্থা করলে এ সমস্যাগুলো কমে যাবে। প্রশাসনের নিকট দ্রুত পর্যপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের প্রধান শামছুল ইসলাম জোহা বলেন, আমাদের ড্রেনেজ ব্যবস্থা যথেষ্ট উন্নত তবে লোকবল সংকটে এমন হয়েছে। বিষয়টা সম্পর্কে আমার জানা ছিল না। আমি যতদ্রুত সম্ভব ড্রেন পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করব।