101 বার পঠিত
শীত মৌসুমের শুরুতেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে শীতকালীন সবজির দাম লাগামহীন ঊর্ধ্বগতি। সাধারণ ক্রেতা ও শিক্ষার্থীদের জন্য এই মূল্যস্ফীতি হয়ে উঠেছে এক বড় চ্যালেঞ্জ। প্রতিটি সবজি বাড়তি মূল্যে কিনতে হচ্ছে।
রবিবার (১ ডিসেম্বর) ইবি পার্শ্ববর্তী শেখপাড়া বাজার পরিদর্শন করে দেখা যায়, বাজারে প্রচুর শীতকালীন সবজি থাকলেও দাম নাগালের বাইরে। বেগুনের দাম প্রতি কেজি ১২০ টাকায় পৌঁছেছে, যা কয়েকদিন আগেও ছিল ৬০ থেকে ৭০ টাকা। একইভাবে অন্যান্য সবজির দামেও ব্যাপক বৃদ্ধি হয়েছে। আলু ৭৫ থেকে ৮০ টাকা, পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা, নতুন আলু ১৫০ টাকা, টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা এবং বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি ছাড়াও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। মসুর ডাল প্রতি কেজি ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৮০ টাকা এবং গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসউদ রহমান বলেন, “বাজারে গেলে যে কোনো পণ্যের দাম দেখে থমকে যেতে হয়। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এমন পরিস্থিতি ভয়াবহ। শীতকালীন সবজি সাধারণত কম দামে পাওয়া যায়, কিন্তু এবার পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।”
এদিকে, বাজারের ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির জন্য সরবরাহ খরচ ও উৎপাদন ব্যয় বাড়ার কথা বলছেন। শেখপাড়া বাজারের সবজি ব্যবসায়ী আল-আমিন বলেন, “আমরা বাজার থেকে বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছি। সার ও বীজের দাম অনেক বেশি হওয়ায় কৃষকরা উচ্চ দামে বিক্রি করছেন। ফলে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”