168 বার পঠিত
ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে ২নং বৈলর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুই বারের সফল মেম্বার ও বর্তমান মেম্বার প্রার্থী আব্দুস সালাম(৭০) ইন্তেকাল করেছেন। আসন্ন ২৮ নভেম্বর ইউপি তৃতীয় ধাপ নির্বাচনে বৈলর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ¦দ্ধিতা করছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানাযায়, নির্বাচনের শেষ সময়ে ব্যাপক প্রচারনা চালাচ্ছিলেন তিনি। তার ধারাবাহিকতায় বুধবার সকালে বড় একটি মিছিল বের করেন তার সমর্থকরা। শারিরিক অসুস্থতার কারনে তিনি অংশ নিতে পারেন নাই। বুধবার দুপুর ১২.৩০মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। উপজেলা নির্বাচন অফিসার ফারুক মিয়া জানান, মেম্বার প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হবেনা। মেম্বারসহ সকল প্রার্থীর নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।
আব্দুস সালাম মেম্বার উপজেলার বৈলর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হদ্দেরভিটা এলাকার মৃত হাফেজ সামসুদ্দিনের ২য়ছেলে। তিনি ৯ নং ওয়ার্ডের দুই বারের সফল মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।