1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এক সময়ের প্রমত্তা ভূবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু,৪০৩ জন হাসপাতালে ভর্তি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তুলে ধরা হবে ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চট্টগ্রামে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা, ৩ শিক্ষার্থী আহত ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি অনুরোধ পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনের পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

এক সময়ের প্রমত্তা ভূবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত

শিমুল তালুকদার
  • প্রকাশ বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

 121 বার পঠিত

অযত্ন আর অবহেলায় একসময়ের ঐতিহ্যবাহী প্রমত্তা ভূবনেশ্বর নদ এখন মরা খালে পরিনত হয়েছে। ভূবনেশ্বর নদটিতে নব্বই দশকেও ছিল খরশ্রতা। কালের বিবর্তনে বর্তমানে নদটি যেনমরা খালে পরিনত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে হয়তোবা এই নদটি আবারো ফিরে পেতে পারে হারানো যৌবন, এমুনটাই মনে করছেনঅভিজ্ঞ মহল।

পদ্মা নদীর ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্ট থেকে শাখা বেরিয়ে হাজিগঞ্জ হয়ে কৃষ্ণপুর দিয়ে সদরপুর হয়ে পিয়াজখালি গিয়ে আড়িয়াল খাঁ নদের সাথে সংযুক্ত। প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ শাখা নদটি ভুবনেশ্বরনদ নামে পরিচিত। স্থানীয় মুরুব্বিরা বলেন একসময় অনেক বড় বড় ষ্টিমারও লঞ্চ  গোয়ালন্দ ঘাট থেকে কৃষ্ণপুর দিয়ে পিয়াজখালী হয়ে ঢাকার সদরঘাট পর্যন্ত চলাচল করতো। এবং প্রায় নব্বই দশক পর্যন্ত চালু ছিল।

কিন্তু কালের বিবর্তনে বর্তমানে ভূবনেশ্বর নদটি একটা সরু খালে পরিনত হয়েছে। ক্রমান্বয়ে নদটির দুই পাস বেদখল হওয়ায় মনে হয় যেন একটা মরা খাল। তাছারা নদটির খরশ্রতের কারনে প্রতি বছর নদের দু’পাসে প্রচুর পলিমাটি জমা হওয়ার কারনে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি পেয়ে ফসলের উৎপাদন ভালো হতো । কিন্তু বর্তমানে ভূবনেশ্বর নদটি অযত্ন আর অবহেলার কারনে দিন দিন নদটি বেদখল হয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে পানির প্রবাহ,নষ্ট হচ্ছে মাটির উর্বরা শক্তি, কমে যাচ্ছে ফসলের উৎপাদন। 

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সু-দৃষ্টিদিলে হয়তোবা আবারো ভূবনেশ্বর নদটি ফিরে পেতে পারে হারানো প্রান।তাই পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে যথাযথ ভাবে ব্যাবস্থা নিবেন এমুনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park