1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
জামালপুর মাদক বিরোধী  সেমিনারে  সবাইকে সোচ্চার থাকার আহ্বান - দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম পাবনায় বাস-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের গলাচিপায় কচ্ছপ পাচারের সময় ১ নারী আটক খাগড়াছড়ি বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী   কটিয়াদীতে জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনা বিজয় দিবসে ইবি পাঠকবন্ধুর শ্রদ্ধাঞ্জলী নিবেদন জাতীয় স্মৃতিসৌধে -শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে  বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন  কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন গত ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে পারেনি :সৈয়দা রিজওয়ানা হাসান

জামালপুর মাদক বিরোধী  সেমিনারে  সবাইকে সোচ্চার থাকার আহ্বান

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ৩১ আগস্ট, ২০২২

 134 বার পঠিত

জামালপুর প্রতিনিধি>জামালপুরে মাদকদ্রব্য অপব্যবহার বন্ধের উপর  সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়ছে। বুধবার ৩১আগষ্ট   সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হল রুমে  এ কর্মশালায়  প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন,  জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

তিনি বক্তব্যে বলেন, জামালপুর জেলার সাথে অন্য যেগুলি জেলার জলপথ ও স্থল পথে সংযোগ রয়েছে, সে সব স্থানে প্রশাসনিক নজরদারী বাড়াতে হবে।

সমাজের প্রতিটি ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। মাদকদ্রব্য বিক্রয়ের স্থান গুলি নিরুপন করতে পারলেই, এসব বিক্রি বন্ধ করা সম্বব। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ে যারা ধরা পরে, আমরা তাদের ছাড়াতে তদবির করিনা কখনো।

তাদের সাজা আরো কঠোর হওয়া দরকার, আদালত তাদের যদি দুই চার দিনের জেল না দিয়ে, ৬ মাস কিংবা তার অধিক সময় জেল দেয়, এবং তাদের যদি জামিন না হয়, তাহলে মাদকসেবী এমনিতেই কমে যাবে। তিনি অন্য আরেকটি প্রসঙ্গ টেনে বলেন, আমার জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে অভিযোগ আসছে, সারের ডিলারা, সার তুলে, মিল গেটে বিক্রি করে দিচ্ছি, অধিক মুনাফার লোভে। তাদের তিনি হুশিয়ার করে, প্রশাসনকে নজর দিতে বলেন। তার সাথে তাদের মুনাফাদারক ডিলারীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন। 

জেলা প্রশাসক  শ্রাবন্তী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক  এ কে এম সৈকত ইসলাম, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধক্ষ‍্য  আশরাফ হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলার ও প্রতিটি উপজেলার প্রশাসনিক কর্মকতারাসহ সাংবাদিক ও  রাজনৈতিক ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park