166 বার পঠিত
জামালপুর প্রতিনিধি>জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জ্যৈষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করেছে জামালপুর জেলা যুবলীগ।
শুক্রবার ৫ জুলাই সকাল ৯টায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. রাসেদুল ইসলাম খোকনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ বাবুল আক্তার, রিপন দাম, আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, সম্পাদক মন্ডলির সদস্য একেএম জয়নুল ইসলাম জনি, সহ-সম্পাদক শেখ মোহাম্মদ সোহাগ, ফেরদৌস, শেখ রাসেল, সদস্য আমিনুল ইসলাম মিঠু, শিপন আকন্দ, আনিস, আশরাফুল ইসলাম, সোহাগ, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র লীগের সভাপতি শামীম আহম্মেদ সহ জেলা যুবলীগ, শহর যুবলীগ, ওয়ার্ড ও ইউনিট যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।