154 বার পঠিত
সুুন্দরগঞ্জ প্রতিনিধি> প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রুমন সরকার রনিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই তারেকুল তৌফিক তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বুধবার শুনানি শেষে গাইবান্ধার সিনিয়র চিফ জুুডিসিয়াল আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম এ আজিজ জানান, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
এখন পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। রনি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের আন্জু মিয়ার ছেলে।গত ২৫ জুন পদ্মাসেতুর শুভ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পদ্মাসেতু উদ্বোধন চলাকালিন সময়ের সায়মা ওয়াজেদ পুতুলের একটি ছবি বিকৃত করে মানহানিকর কটুক্তি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে রনি।
ফেসবুক পোষ্টটি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারীর নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল পরদিন ২৬ জুন রাতেই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে।
রনির বাবা আন্জু মিয়া বিএনপির শ্রমিকদলের উপজেলা সাধারণ সম্পাদক। রনি বগুড়া সোনাতলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।মামলার বাদী স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক রাসেল জানান, প্রধানমন্ত্রী কেন, যে কোন মায়ের কন্যা সন্তানকে নিয়ে এহেন কু-রুচিপূর্ণ মন্তব্য করা অত্যান্ত মানহানিকর।
সভ্য সমাজের একজন যুবক এ রকম মানহানিকর মন্তব্য করতে পারে না। তাই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী জানান, ফেসবুকের কু-রুচিপূর্ণ মন্তব্যটি আমাকে মারাত্মকভাবে আহত করেছে। সে কারণে ডিজিটাল আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরা সমাজকে নষ্ট করে। তাই এদের বিচার হওয়া একান্ত প্রয়োজন।