210 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কতৃক গ্রামীণ হতদরিদ্র পরিবারের আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্রতা,পুষ্টিহীনতা, স্যানিটেশন ,বাল্যবিবাহ,মাদক, শিশুসুরক্ষা,কর্মসংস্থান,শিক্ষা কার্যক্রমের উপর গত এক বছরের লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা বিষয়ক ২দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রোববার ও সোমবার (১২ও ১৩ জুন) সকালে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ,সমাজ সেবা অফিসার জাকির হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ,থানা শিশু সুরক্ষা অফিসার এস আই গুলনাহার বেগম,সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং,প্রোগ্রাম অফিসার সানজিদা আনসারী,মিন্টু বিশ্বাস,পিএফ এ ফোরের সভাপতি /সাধারণ সম্পাদক, ভিডিসি,শিশু ফোরাম,ধর্মীয় নেতা প্রমুখ।
জানা যায়,৫টি ইউপি’র কর্ম এলাকার ২৮টি গ্রাম উন্নয়ন কমিটির ভিশন ২০২৬ সালের মধ্যে নিজ নিজ গ্রামের দারিদ্রতা হ্রাস,শতভাগ স্যানিটেশন,মা ও শিশুদের অপুষ্টি, শিশু সুরক্ষা,বাল্যবিবাহ,শিশুশ্রম, যৌতুক সমস্যা,মাদকসহ সমাজের এ সকল ব্যাধি নির্মূলকরণে হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ঘটানো।এ লক্ষ্যে বাৎসরিক কমিউনিটি পর্যালোচনা এবং পরিকল্পনা ও বাজেট প্রণয়ন কর্মশালার আয়োজন করা হয়।