170 বার পঠিত
চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যেগে সকাল ৯টা থেকে নতুন শিক্ষাক্রম, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান, আইসিটি শিক্ষক, বিপিএড শিক্ষক দের সাথে দিন ব্যাপী মত বিনিময় সভার কার্যক্রম শুরু হয়েছে।
চাটখিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে নুতন শিক্ষাক্রম, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ৫ মে রোববার সকালে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার সভাপতিত্বে সহকারী উচ্চ মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ আলী মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, সোমপাড়া কলেজের অধ্যক্ষ্য মহি উদ্দিন মুনির, প্রধান শিক্ষক সুষমা শারমীন, মামুন হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর সাধারন সম্পাদক কামরুল কাননসহ উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ মাদ্রাসা ও স্কুলের প্রধানরা এবং সহকারী শিক্ষকরা অংশ গ্রহন করেন।