110 বার পঠিত
[et_pb_section][et_pb_row][et_pb_column type=”4_4″][et_pb_text]
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে সিভিএ কার্যক্রম বাস্তবায়নে প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপি’র আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিএ কমিটি তত্ত্বাবধানে কমিউনিটি ক্লিনিক গুলো’র সেবা’র মান উন্নয়ন সম্পর্কে১৭ টি মানদন্ডের পর্যালোচনা করা হয়।যা পরবর্তীতে কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কে গ্রামের জনগণকে সচেতন করবে।এ সভায় এপি’র প্রোগ্রাম অফিসা’র সানজিদা আনসারী’র সঞ্চালনায়,প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.আবু শফি মাহমুদ,এপি’র প্রোগ্রাম ম্যানেজার পিকিংচাম্বুগংসহ এতে অংশগ্রহণ করেন,কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা,সিভিএ কমিটি,শিশুফোরাম,ধর্মীয় নেতা, গ্রাম উন্নয়ন কমিটি,সাংবাদিক প্রমুখ। এ সময় স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন,কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবার মান বৃদ্ধি’র পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি,এক্সরে, আল্ট্রাসনোগ্রাম সিজারিয়ান ব্যবস্থা চালুসহ অত্যাধুনিক মেশিনে চক্ষু পরীক্ষা,ভিশন কর্নার চালু,বিনামূল্যে ঔষধ,২৪ঘন্টা সেবা ব্যবস্থা ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করণে অঙ্গীকারাবদ্ধ। জানা যায়, এ জনপদের কমিউনিটি ক্লিনিক গুলোতে সরকারি সেবার মান বৃদ্ধিকরণের অংশীদারিত্ব হিসেবে কাজ করছেন এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এর নেতৃত্বাধীন সিভিএ(CVA)কোর কমিটি (কমিউনিটি ভয়েস অফ একশন )অর্থাৎ জনগনে’র আওয়াজ।ওই কমিটি কমিউনিটি ক্লিনিক গুলোতে উপযুক্ত চিকিৎসা সেবা প্রদানে ১৭টি মানদণ্ড নিয়ে কাজ করছেন।