18 বার পঠিত
ইবি প্রতিনিধি >ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। শিক্ষার্থী মুবাশ্বির আমিন বলেন, “গতকালের ঘটনার মীমাংসার পরও পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই। দোষীদের বহিষ্কার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
আরেক শিক্ষার্থী শাহ ফরিদ বলেন, “শিক্ষকদের মধ্যস্থতায় সমঝোতার পরও এই হামলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা আবারও বসবো। ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হবে।
উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে সিট সংক্রান্ত বিরোধের জেরে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্তত পাঁচজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন।