42 বার পঠিত
পটুয়াখালীর গলাচিপায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে। সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। প্রতিবছরের ন্যায় ২০২৫ সালে উপজেলার সনামধন্য বিদ্যাপীঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী শিক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় সভার সভাপতি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা, ডা. মাওঃ মোঃ জাকির হোসেন আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা, মোঃ হাফিজুর রহমান আহ্বায়ক, বাংলাদেশ গণঅধিকার পরিষদ উপজেলা শাখা, থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান প্রমুখ।