33 বার পঠিত
বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ক্বারি-রুস্তম আলী নুরানি হাফেজিয়া এতিমখানা মাদরাসা্’র আয়োজনে বার্ষিক মাওফিল ও কোরআনে হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পতিশে ক্বারি-রুস্তম আলী নূরানী হাফেজিয়া এতিমখানার মাদরাসা মাঠে ৯ (ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় বার্ষিক মাহফিলে মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রফেসর আহসান উল্যা খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর দারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামেয়া ওসমানীয়া মুহতামিম মাওলানা ইউসুফ, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা মেজবাহ উদ্দিন, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আবদুল্লাহ ও পতিশ জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন আহমেদ।
আলোচনা শেষে কোরআনে হাফেজদের মাঝে আমন্ত্রিত অতিথিরা পাগড়ি পরিয়ে দেন।