79 বার পঠিত
নারী- কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মহীয়সী নারী বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। “জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক” কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উপজেলার ৫ জয়িতা নারীকে সংবর্ধনা ও সম্মাননার ক্রেস্টসহ পুরস্কার দেওয়া হয়। ইউএনও মৌসুমী হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কৃষি কর্মকর্তা লোকমান আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ,রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ৫ জয়িতা প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা ভিডব্লিউবি কর্মসূচির প্রশিক্ষক রায়হানুল ইসলাম।