148 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃমানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে,একটু সহানুভূতি কি? মানুষ পেতে পারে না ও বন্ধু…। হাঁ এমন সহানুভূতি ও মানবিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে নীলফামারীর কিশোরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির ক্ষুদ্র-ক্ষুদ্র সঞ্চিত অর্থে দুস্থ পরিবারের বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ ও বৃদ্ধা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ৪ (ডিসেম্বর)দুপুরে চাঁদখানা ইউপির বগুলাগাড়ি কামার পাড়া গ্রামে এ কম্বল বিতরণ করা হয়।শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন,চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান যাদু মিয়া,ইউপি সদস্য ওয়ালিয়ার রহমান, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর ডি’ কস্তা, সিনিয়র প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্রা, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জোসনা রানী, সাধারণ সম্পাদক লিটন দাস ও সদস্য প্রমুখ। জানা যায়, চাঁদখানা বগুলাগাড়ি কামার পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের প্রতি মাসের ২০ টাকা করে জমানো সঞ্চিত অর্থ থেকে ১৪জনকে এ সহায়তা দেওয়া হয়।
বিতরণ কালে দেখা যায়,যুগল চন্দ্র বর্মন,কেরকে চন্দ্র বর্মন,ময়না রানী বয়সের ভারে একেবারেই অক্ষম হয়ে পড়েছেন।তারা লাঠির উপর ভর করে কেউবা ছেলের হাত ধরে কেউবা পরিবারের সদস্যদের হাত ধরে এসেছেন কম্বল নিতে। এসময় তারা বলেন,আমরা গরিব মানুষ।অর্থের অভাবে কম্বল কিনতে পারিনি।বৃদ্ধ বয়সে শীত সহ্য করা যায় না।কনকনে শীতে খুব কষ্টে আছি। আজ কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। যা পেয়ে আমরা মহাখুশি। ভগবান তাদের সহায়ক হউক।