1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বগুড়ায় ছাত্রলীগের আয়োজনে বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম ইবি সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা পটুয়াখালীর গলাচিপায় সমাজসেবা দিবস পালিত  সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথান ও কল্যাণ রাষ্ট গঠনে মুক্ত আড্ডা হাসিনা সাঈদীকে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছে : মাওলানা বোরহান উদ্দিন পটুয়াখালীর গলাচিপায় আভাসের আলোচনা সভা  থার্টি ফাস্টে রাজধানীতে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত তিন হাজার পুলিশ সদস্য মার্চ ফর ইউনিটিতে’ অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোতের ঢল পটুয়াখালী  গলাচিপায় কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত ৯ বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

বগুড়ায় ছাত্রলীগের আয়োজনে বিভাগীয় কর্মী সভা অনুষ্ঠিত

দেশেরকথা
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

 157 বার পঠিত

মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ছাত্রলীগের নেতাকর্মীরা এদেশের ইতিহাসের সকল সংগ্রামের সাথে জড়িত। ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতধরে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ছাত্রলীগ।

এখন এই বাংলাদেশ ছাত্রলীগ মমতাময়ী নেত্রী শেখ হাসিনার ছায়াতলে থেকে কাজ করে যাচ্ছে।  দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রত্যক্ষ ভাবে অংশ নিচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।

সরকারি শাহ সুলতান কলেজ অডিটরিয়ামে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার রায়।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম,  শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, সহ সভাপতি ইমন শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি জি আর নাহিদ, উত্তম কুমার, অমিত পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ, মৃদুল সরকার, সাংগঠনিক সম্পাদক আমিনুল শুভ, ছাত্রনেতা রকি, রাসেল, শিপন সহ সকল বিভাগের ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park