56 বার পঠিত
কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উপর ভিত্তি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।মঙ্গলবার কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে টাউন কমপ্লেক্স হল রুমে দিন ব্যাপি ওই এপির ৫টি কর্ম এলাকার কর্মরত ৭১জন মাঠ সহায়তাকারী কর্মীদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় ওয়ার্ল্ড ভিশনের পটভূমি,ইতিহাস,ভিশন-মিশন,কোর ভেল,আপোষহীন বিষয় সমূহ,মেজর হাইলাইটস,এডভোকেসি ও আমি পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে,জেন্ডার, স্পন্সরশিপ,শিশু অধিকার,শিশু সুরক্ষা ও শিশু নিরাপত্তা নীতি ও শিশু পরিদর্শন,তত্ত্বাবধায়ক,প্রোগ্রাম,জবাবদিহিতা,কি করা যাবে,কি করা যাবে না এবং দুর্নীতি বিরোধী, দক্ষতা,সম্পৃক্ততা,সময় ব্যবস্থাপনা,কি করা যাবে,কি করা যাবে না,সহায়তাকারী /সহায়তা কারিনীদের টর,মোও ও সহায়তাকারীদের দায়িত্ব-কর্তব্যসহ উল্লেখিত বিষয় সমুহ তুলে ধরে পৃথক পৃথকভাবে প্রশিক্ষণ দেন,এপি ম্যানেজার সাগর ডি’ কস্তা,প্রোগ্রাম অফিসার জেফীরাজ দোলন কুবি,নেলসন সরেন,জন কেনেডী ক্রজ,স্বপন কিসপট্টা,আনোয়ার হোসেন,শিশু সুরক্ষা অফিসার সঞ্জয় মল্লিক,রেবেকা দাস ও স্বপন চাকি,শুকলা অধিকারী প্রমুখ।