56 বার পঠিত
‘সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় যৌথভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,ইউএনও মৌসুমী হক,বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোতাহার হোসেন,সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান ও সমবায়ের সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন,উপজেলা সমবায় অফিসার জাকিয়া ফারহানা।এতে আরো বিভিন্ন সমবায়ী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ,সমবায়ের গুরুত্ব-তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমবায়ের বর্তমান অবস্থা,প্রাতিষ্ঠানিক খামার ও উদ্যোক্তাদের মাঝে সহজ শর্তে ঋণ প্রদানসহ সমবায়ীদের জীবন মান উন্নয়নে বিভিন্ন খাতে প্রশিক্ষণ সহায়তা প্রদানের কথা জানান।