176 বার পঠিত
আক্রোশে আক্ষেপে ক্রমশ জ্বলি!
এই যে সুখ
সুখের জীবন
অসুখেরা করলো চুরি?
সুখ তো হেতা,
কুঞ্জ যেথা
কৃষ্ণকলির চর্মে,
ধবলের শ্বেতবর্ণে?
রং যে সাদা,
কাঁদা কাঁদা
চোখ ভরে যায় জলে!
নাকটা একটু উঁচু হলে
স্বর্গে যেতাম চলে।
এই যে রথ
আকাশ পথ
ধরা ছোয়ার বাইরে।
উপর থেকে ধোঁয়া দেখি
পাই না মা কে ছুঁতে।
এই যে খেলা
সুখের খেলা
সুখের ও অসুখ!
এর চে বরং
শান্তি খুজে
দূর্বাঘাসে
গা মেলে দাও হেঁসে।