76 বার পঠিত
নোয়াখালীর প্রধান সড়ক লক্ষ্মীপুর-চৌমুহানি-ফেনী মহাসড়কে চৌমুহনী বাজারে দীর্ঘ দিনের যানজট নিরসনে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা কাঁচাবাজারসহ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সকাল থেকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সহযোগিতায় যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় জেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের যানজট স্থায়ী নিরসনের লক্ষে ফুটপাত দখলমুক্ত করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নির্মাণ কারীদেরকেও সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফুর রহমান।
এসময় চৌমুহনী বাজারে ব্যবসায়ী জামায়াতের ইসলামীর নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য ও ব্যবসায়ী নেতা নাসিমুল গনি চৌধুরী মহল, সচেতন নাগরিক ফোরামের সমস্বনয়ক আব্দুল বাকী, ছাত্রদল নেতা আমিন ও শিক্ষার্থীরা উচ্ছেদ অভিযানে অংশ গ্রহন করেন।