99 বার পঠিত
চাটখিল প্রতিনিধিঃ মানবতার মহান মুক্তির আলোর দিশারি মহানবী হজরত মুহাম্মদ (সঃ) পবিত্র ঈদে মিলাদুন- নবী উদযাপন উপলক্ষে বক্তৃতা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর অবস্থিত ইউনুছ হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা হলরুমে ১৬ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টা মাদরাসার সহ সুপার মাওলানা মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার পৃষ্ঠপোষক শামসুর রহমান শুভ, সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা ইমাম হোসেন ও মাওলানা বেলায়েত হোসেন।
আলোচনা বক্তারা বলেন, মানবতার মহান মুক্তির দিশারি হযরত মুহাম্মদ (সঃ) জীবনের আদর্শে উজ্জীবীত হয়ে জীবন গড়ার আহবান জানান।