90 বার পঠিত
ইবি প্রতিনিধি> ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা বিশ্ববিদ্যালয়র প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রদর্শন করে আবারো একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অবস্থানরত শিক্ষার্থীদের হাতে নানা ধরনের প্লেকার্ড দেখা যায়, “শিক্ষার্থী বান্ধব ভিসি চাই, অ্যাকাডেমি স্থাবিরতা দূর করতে যোগ্য ভিসি চাই, বিশ্বমানের ভিসি চাই, সৎ ও সাহসী ভিসি চাই” এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ভিসি নিয়োগ না হওয়াতে অ্যাকাডেমিক কার্যক্রমে স্থাবিরতা দেখা দিয়েছে তাই দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হোসেন, তানভীর মন্ডল সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।
দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে পূর্বে একটি বাণিজ্যিক ক্যাম্পাসে পরিণত করা হয়েছিল এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার বলতে কিছু ছিল না। কিন্তু পরিতাপে বিষয় দেশ স্বাধীন হওয়ার মাস পার হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। তাই আমাদের দাবি স্বল্প সময়ের মাঝে একজন যোগ্য, সৎ, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের বর্তমান সংকট নিরসন করতে হবে।