70 বার পঠিত
চাঁদা দাবি করা প্রমাণিত হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জসিম চৌধুরী কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সন্ধ্যা উপজেলা কৃষক দলের এক জরুরি সভায় আহবায়ক কাউসাার মোল্লা ও সদস্য সচিব জিএম শামীম এই সিদ্ধান্ত নেন।উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক(দপ্তরের দ্বায়িত্বে)জাকির হোসেন আরিফের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়।
উল্লেখ গত ১১ ই সেপ্টেম্বর দৈনিক দেশেরকথা,প্রথম আলো,যুগান্তর, খোলা কাগজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জসিম চৌধুরী চাঁদা দাবি করায় সংবাদ প্রকাশ হয়। তার আগে চাঁদা দাবি সংক্রান্ত একটি অডিও কল ভাইরাল হয়,তাতে এক সেচ্ছাসেবক লীগের নেতার কাছে মামলা থেকে নাম বাদ দিতে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।
প্রয়োজনে জমি বিক্রি করে হলেও চাঁদা দিতে বলা হয়।
এই ব্যাপারে উপজেলা কৃষক দল প্রথমে কারন দর্শনের নোটিশ দিয়েছেন, নোটিশের সঠিক উত্তর না আসায় গতকাল রাতে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের ব্যাপারে উপজেলা কৃষক দলের আহবায়ক কাওসার মোল্লা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি তে কোনো চাঁদা বাজের স্থান নেই,জসিম চৌধুরী কে বহিষ্কারের মাধ্যমে সবাইকে সর্তক করা হয়েছে।