73 বার পঠিত
নতুন ব্যবস্থাপনায় নতুনভাবে আজ সোমবার রাত ১১:৫৯ মিনিট থেকে স্যাটেলাইটে সময় টেলিভিশনের নিয়মিত সম্প্রচার শুরু হচ্ছে।উচ্চ আদালতের নির্দেশ গত ১৯ আগস্ট থেকে ৭ দিনের স্যাটেলাইটে সম্প্রচার বন্ধ ছিল সময় টিভির। আদালতের নির্দেশনা মোতাবেক আজ পুনরায় স্যাটেলাইটে সম্প্রচার শুরু হচ্ছে।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান। এছাড়াও সংবাদ পরিচালনার দায়িত্বে থাকা বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে সময় মিডিয়া লিমিটেড।
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে জনমানুষের কাছে নতুন রূপে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করবে বলে জানিয়েছে নতুন পরিচালনা পর্ষদ।
উল্লেখ্য ২০১১ সালের ১৭ এপ্রিল ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে সময় টিভি।