59 বার পঠিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে মঙ্গলবারও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রহমাতুল মুনিমকে ড. মুহাম্মদ ইউনুসকে ‘হয়রানিকারী’ এনবিআর চেয়ারম্যান উল্লেখ করে ফাঁসির দাবি করেছেন তারা। আর ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা।
বলা হচ্ছে, আবু হেনা পদ না ছাড়লে বুধবার থেকে একযোগে সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। একই সঙ্গে তার পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি সংগঠন।
সূত্র জানিয়েছে, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আর এনবিআর কার্যালয়ে আসেননি। এনবিআর চেয়ারম্যান বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বপালন করছেন। গত সরকার একাধিকবার তার চুক্তি নবায়ন করেছে। এদিকে অন্তর্র্বতীকালীন সরকার চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।