73 বার পঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি>কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।
শুক্রবার (৫ জুলাই) সকালে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও সদর উপজেলার যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।
বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার বলেন- সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান প্রমুখ।