168 বার পঠিত
কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উপজেলার তবকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সরকার ফুলু শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উমানন্দ সরকার বাড়ীতে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। ওইদিন রাত ৯ টায় উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ সরকার বাড়ীতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সরকার ওরফে ফুলু মেম্বারের জানাজার আগে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।