171 বার পঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে একটি দালাল চক্রের বিরোদ্ধে দানের টিউবওয়েলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। দালাল চক্রটি তিন হজার টিউবওয়েল স্থাপনে জন প্রতি গরীর অসহায় মানুষের কাছ থেকে এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নেয়।
জানা গেছে, তুরস্কের একটি দাতা সংস্থা উপজেলার গরীব-অসহায় মানুষের বিশুদ্ধ খাবার পানির কষ্ট দূর করতে বিনা টাকায় টিউবওয়েল স্থাপনের জন্য কাজ করছে। কিন্তু দালাল চক্রের হোতা গাড়াগ্রাম ইউনিয়নের খলিফা পাড়া গ্রামের ফজলু মাষ্টারের ছেলে আব্দুল মোন্নাফ টিউবওয়েল দেয়ার কথা বলে নানা কায়দায় অসহায় লোকজনের কাছ থেকে এক হাজার থেকে দুই হাজার করে টাকা আদায় করেছে। টিউবওয়েল স্থাপনের সামগ্রী খরচ দাতা সংস্থা বহন করার কথা থাকলেও আব্দুল মোন্নাফ টিউবওয়েলের গোড়া পাকার জন্য কারো কাছ থেকে ইট খোয়া,সিমেন্টের টাকা আদায় করছেন।
আবার কারো কারো কাছে টিউবওয়েলের পাইপ, ভ্যান ভাড়ার কথা বলে টাকা আদায় করছেন। চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামের আব্দুর রাজ্জাক , সেরাজুল ইসলাম, আলিয়ার রহমান, শফিয়ার রহমান সহ আরো অনেকের কাছে এক থেকে দুই হাজার করে টাকা আদায় করেছে বলে ভুক্তভোগিরা সবাই এক বাক্যে স্বীকার করেছেন। তারা বলেন, গত দুই মাস আগে টিউবওয়েলের পাইপ স্থাপন করে গেলেও এখন পর্যন্ত টিউবওয়েল দেয়নি।
গাড়াগ্রাম থলিফা পাড়া গ্রামের দালাল চক্রের হোতা আব্দুল মোন্নাফ বলেন ,আল মাসির বেদর গনিজ বাংলাদেশ নামে তুরস্কের একটি সংস্থা গরীর-অসহায় মানুষের খাবার পানির অভাব পূরণের জন্য টিউবওয়েল দান করেছে। ২০২৩ সালে বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজার টিউবওয়েল দান করেছে। কিন্তু এই দানের টিউবওয়েলে আপনি এক হাজার থেকে দুই হাজার টাকা আদায় করেছেন কেন এমন প্রশ্ন করলে প্রত্তুরে তিনি বলেন, ভ্যান ভাড়া এবং মিস্ত্রি খরচ নেয়া হয় যারা টিউবওয়েল নিতে ইচ্ছুক তাদের কাছ থেকে।