95 বার পঠিত
ঝালকাঠির রাজাপুরে ভাগ্নের ছুরির আহত হয়ে মামা হাসপাতালে ভর্তি আছে। উপজেলার আদর্শ পাড়া এলাকায় বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার রফিকুল ইসলাম মোল্লা(৫০) ঐ এলাকার মৃত আলহাজ্ব আশ্রাব আলী মোল্লার ছেলে। হামলাকারী তার আপন দুলাভাই মৃত মধু খানের ছেলে মোঃ মোশারেফ হোসেন খান ও তার দুই ছেলে মোঃ সজিব হোসেন(৩৫) ও মো: সাকিব খান(৩০)।
হামলার শিকার রফিকুল ইসলাম জানান, আমার ক্রয়কৃত জমি বিক্রির জন্য সাইনবোর্ড লাগাই। কিন্তু জমিটি বোনের বাসার পাশে হওয়ায় কোনো ক্রেতা জমি দেখতে গেলে তাদের গালমন্দ করে বোনের পরিবারের লোকজন। শুনতে পেয়ে বিষয়টি ভাগ্নে সজিবের কাছে আমি জানতে চাই। তখন সে উত্তেজিত হয়ে তার বাবা এবং ভাইকে ডেকে আনে এবং সজিবের কাছে থাকা ছুড়ি দিয়ে আমাকে এলোপাথাড়ি পোচাতে থাকে, তখন তার একটি পোচ আমার মাথায় এবং অন্য একটি পোচ বাম হাতের আঙ্গুলে লাগে।
এ বিষয়ে সজিবের মা আকলিমা বেগম বলেন, একদিকে আমার ভাই অন্যদিকে আমার ছেলে, আমার দুই দিকেই ব্যাথা। মূলত আমার ভাই চায়না আমরা এখানে থাকি। তাই আমার পরিবারের ক্ষতি করতে সব সময় সে লেগেই থাকে। আজকে আমার ছেলেকে দেখেই বাঁশের বেড়া থেকে একটি চেড়া ভেঙ্গে পেটাতে শুরু করে। তাতে আমার ছেলের কান কেটে যায়। তখন আমার ছেলে তার হাত থেকে চেড়া কেড়ে নিয়ে তাকে আঘাত করলে তার মাথা ফেটে যায়।
এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমির সোহেল বলেন, রফিকুল ইসলামের মাথায় আঘাত থাকায় ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এই সময় অতিবাহিত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, উভয় পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।