138 বার পঠিত
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে নৌকায় ভোট দিতে হবে। এজন্য সব নেতাকর্মীকে দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকেল ৩টায় নিশানবাড়ীয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এবং ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত নির্বাচনী পথ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল গফ্ফার হাওলাদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নিশনবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বাগেরহাট-৪( শরণখোলা ও মোরেলগঞ্জ) আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, গত সাড়ে ১৪ বছর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে পদ্মা সেতু হয়েছে, আমরা মেট্রোরেল পেয়েছি, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে।দেশের মানুষের জন্য ৫১ প্রকার ভাতা চালু করেছে বর্তমান সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।দেশের কৃষকেরা স্বল্পমূল্যে সার ও বীজ পাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো.লিয়াকত আলী খান,পৌর মেয়র অ্যাড.মনিরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, নিশানবাড়ীয়া ইউনিয়ন উপজেলা যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মোঃ রাসেল হাওলাদার।
এছাড়াও পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রুপক, মোরেলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাদ, এস এম কলেজ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ শিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় শরণখোলা ও মোরেলগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা অংশ নেন।সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের জন্য আয়োজিত এই সভায়, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য দেন বক্তারা।