228 বার পঠিত
উন্নত জাতি বিনির্মানসহ বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে নীলফামারীর কিশোরগঞ্জে শিশুদের সুরক্ষায় শিশু ও যুব ফোরামের নেতৃত্বের বিকাশ বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ এপি,ওয়াল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে ২২থেকে ২৪ নভেম্বর দিনভর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এতে সংস্থাটির ৫টি কর্ম এলাকার ৬টি ইউপির যুব ফোরাম ও শিশু ফোরামের ৩০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এসময় শিশু ও যুব ফোরামের লক্ষ্য উদ্দেশ্য এবং এর গুরুত্ব,ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনার মৌলিক উপাদান,দল ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা,দল কি?দলীয় কাজের কৌশল,দলীয় কাজের গুরুত্ব,সভা কি?,নিয়মিত সভা করার গুরুত্ব,কার্যকরভাবে সভা করার কৌশল,কার্যকরি যোগাযোগের কৌশল এবং এর গুরুত্ব,নেতৃত্ব কি?নেতৃত্বের প্রয়োজনীয়তা,নেতা,নেতার প্রয়োজনীয়তা,আদর্শ নেতার গুনাবলী,শিশু নেতৃত্বের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়,নেশা মুক্ত সমাজ গঠনে শিশু ও যুব সমাজের করণীয়,শিশু মনিটরিং কি?,মনিটরিংয়ের গুরুত্ব,মনিটরিং করার কৌশল, শিশু ও যুব সমাজের উন্নয়নের জন্য সরকারের পদক্ষেপ সমূহ,উদ্বুদ্ধ করণ,উদ্বুদ্ধ করণ কৌশল,সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া,দ্বন্দ্ব,বিরোধ ও দ্বন্দ্বের উৎস,দ্বন্দ্ব নিরসনের কৌশল,সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়া,এ্যাডভোকেসী কি?এ্যাডভোকেসীর প্রকার ভেদ,এ্যাডভোকেসীর গুরুত্ব,শিশু সুরক্ষায় আইনি সহযোগীতা,শিশু আইনের ব্যাখা,সেফ গার্ড পলিসি,এন্টি কোরাফশন,একাউন্টাবিলিটি,শিশু অধিকার ও শিশু আইন-২০১৩,আদর্শ নেতৃত্বের জন্য সুশিক্ষার প্রয়োজনীয়তা,কর্মপরিকল্পনাসহ উল্লেখিত বিষয় সমূহ তুলে ধরে পৃথক পৃথকভাবে প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন,যুব উন্নয়ন অফিসার আব্দুর রহীম মিয়া,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,জন কেনেডি ক্রুশ,নেলসন সরেন,জেফিরাজ দোলন কুবি,আনোয়ার হোসেন,স্পনসরশিপ ও শিশু সুরক্ষা অফিসার লরেন্স সঞ্জয় মল্লিক,লাইভস্টক অফিসার মনি দিও প্রমুখ।