1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শখের রঙ্গিন মাছ পালক থেকে তরুন উদ্যোক্তা পিয়াস - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু,৪০৩ জন হাসপাতালে ভর্তি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তুলে ধরা হবে ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চট্টগ্রামে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা, ৩ শিক্ষার্থী আহত ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি অনুরোধ পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনের পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

শখের রঙ্গিন মাছ পালক থেকে তরুন উদ্যোক্তা পিয়াস

সঞ্জয় শীল
  • প্রকাশ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

 157 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কলেজ রোডের বাসিন্দা রায়হান মাহমুদ পিয়াস শখের রঙ্গিন মাছ পালক থেকে হয়েছেন তরুণ উদ্যোক্তা।তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ পড়াশোনা করেছেন। 

শখের বশে ঢাকা থেকে রঙ্গিন মাছ ও একুয়ারিয়াম কিনে এনেছিলেন বাড়িতে। সেই থেকে রঙিন মাছ ও একুয়ারিয়ামে লক্ষাধিক টাকা খরচ করেছেন বলে জানা যায়। 

পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে শখের রঙ্গিন মাছ ও একুয়ারিয়াম সামগ্রীর ব্যবসা শুরু করেন তিনি। নবীনগরের সমবায় সুপার মার্কেটের বিপরিতে ও স্পীড বোট ঘাট সংলগ্ন ইসলাম মার্কেটে দিয়েছেন রঙিন মাছ ও একুয়ারিয়ামের দোকান ” ফাতিহা অ্যাকুয়ারিয়াম সেন্টার, নবীনগর।  ” নামে একটি ব্যবসায়ি প্রতিষ্ঠান ।

সামাজিক যোগাযোগ মাধ্যম (অনলাইন) ফেসবুকে করেছেন ” ফাতিহা অ্যাকুয়ারিয়াম সেন্টার,”  নামে পেজ ও গ্রুপ। 

গোল্ড ফিশ, ফাইটার ফিশ, এঞ্জেল ফিশ, কৈ কার্প, বেলুন মলি, প্লাট, কমেট, গোরামি, সাকার, ক্যাট ফিশ, রেইনবো শার্ক, টাইগার বার্ব, কিসিং গোরামি সহ নানা জাতের রঙিন মাছ, মাছের খাদ্য ও একুয়ারিয়াম রয়েছে তার দোকানে অথবা আপনার পছন্দমত যে কোন প্রজাতির রঙ্গিন মাছ অর্ডার করলেই অল্প দিনে পেয়ে যাবেন বলে জানান তিনি। 

পিয়াস জানান, কিছু মাছ আছে অমূল্য।  যেগুলো পৃথিবীতে বিলুপ্ত প্রায়। তাছাড়া “এরোআনা” ফিশ নামে একটি প্রজাতির মাছ  আছে যেটির ৮ ইঞ্চির দাম কোটি টাকার উপর। মানসিক প্রশান্তি ও সুন্দর বিকাশের জন্য একুরিয়ামের অনেক গুরুত্ব রয়েছে। আপনি ঘন্টার পর ঘন্টা একুরিয়ামে থাকা মাছের দিকে তাকিয়ে থাকলেও আপনার ভাল লাগবে। 

বাংলাদেশে সাধারণত দুই ধরনের একুরিয়াম করা যায়। ফ্রেশ ওয়াটার ও সল্ট ওয়াটার। তবে সল্ট ওয়াটার একুরিয়াম অনেক ব্যয়বহুল। কোটি টাকার উপর খরচ হয়ে থাকে।  

আপনারা চাইলে ফাতিহা একুরিয়াম সেন্টার থেকে সাধ্যের মধ্যে কিনতে পারেন ছোট-বড় যে কোন সাইজের একুরিয়াম ও রঙ্গিন মাছ। 

রায়হান মাহমুদ পিয়াস জানান,  শখ থেকে রঙিন মাছ ব্যবসায় এসেছেন তিনি। নিজের জ্ঞান ও প্রজ্ঞাকে চেষ্টা করছেন কাজে লাগাতে। পড়াশোনা করলেই যে চাকরির পিছনে ছুটতে হবে এমন নয়। প্রথম দিকে পড়াশোনার কারনে অনেকেই ভিন্নমত পোষণ করলেও এখন অনেকেই উৎসাহ প্রদান করছেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park