1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে আগাম আলুতে ভাল ফলন ও দামে আশাবাদি কৃষক - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু,৪০৩ জন হাসপাতালে ভর্তি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তুলে ধরা হবে ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চট্টগ্রামে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা, ৩ শিক্ষার্থী আহত ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি অনুরোধ পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনের পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

কিশোরগঞ্জে আগাম আলুতে ভাল ফলন ও দামে আশাবাদি কৃষক

আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

 124 বার পঠিত

সিন্ডিকেটের কব্জায় আলুর বাজারে চরম নৈরাজ্য চলছে।এতে ভোক্তার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আলু।এ নাভিশ্বাস বাজার থেকে মুক্তিমেলাতে ও লাভের আশায় নীলফামারীর কিশোগঞ্জ উপজেলার কৃষকেরা তাদের ঐতিহ্যগত স¦ল্প মেয়াদি ৫০থেকে ৫৫ দিনের সেভেন জাতের আগাম আলু বাজারে উপহার দেয়ার জন্য মাঠে মাঠে তোড়জোর শুরু করে দিয়েছেন।

এজন্য তারা নাওয়া-খাওয়া ভুলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরামহীনভাবে আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।কেউবা সেচ দিচ্ছেন।কেউ নিড়ানি দিচ্ছেন।আবার অনেকে কীটনাশক ছিটানোসহ টপড্রেসিং(আলুর সারিতে কোদাল দিয়ে মাটি তুলে দিচ্ছেন।এমন নিবিড় পরিচর্যায় বিস্তীর্ণ মাঠগুলোর ক্ষেত গাঢ় সবুজের বর্ণিলতায় ভরে উঠেছে।

অনুক’ল আবহাওয়ায় আর সবুজের হাতছানিতে আলুর বাম্পার ফলন হবে এমন আশা কৃষকের।কৃষকের তথ্যমতে,উঁচু সমতল ভ’মিতে আগাম আলু চাষাবাদ করতে গিয়ে আশ্বিনা বৈরি আবহাওয়ায় বিপাকে পড়তে হয় তাদেরকে।সেই ক্ষত কাটিয়ে নতুন উদ্দোমে শুরু করেন আলুর চাষ।এরই মধ্যে অনেক কৃষকের ৩০দিন আগে (সেপ্টেম্বরের শেষের দিকে)বুননকৃত আলু ২০থেকে ২৫দিনের মধ্যে বাজারে উপহার দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রোববার সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,দিগন্ত ভরা আগাম আলু ক্ষেত গাঢ় সবুজের পাতায় দোল খাচ্ছে বাতাসে। এ অপার দুলোনিতে বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন বুনছেন চাষি। এময় জানা যায়,বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি গ্রামের চাষি ফেরদৌস ৬বিঘা,একই গ্রামের ভাইস চেয়ারম্যান পাড়ার আনোয়ারুল ইসলাম ৩০বিঘা আশ্বিনের শুরুতের বীজ বুনেন।তারা বলেন,প্রতিবার আগাম আলু চাষ করে অধিক মূনাফা ঘরে তোলা যায়।

কিন্তু এবার আলুর বাজারের তেলেশমাতি,দুই দফা আশ্বিনা বন্যার ক্ষত, অন্য দিকে দাম বেড়েছে রাসায়নিক সার,কীটনাশক,জ্বালানি তেল,শ্রমিক মজুরী ও হালচাষের।এতে সব কিছু মিলে আদাজল খেয়ে আলু চাষে মাঠে নেমেছি।সব ধকল কাটিয়ে শীত আর আনুক’ল আবহাওয়ায় আলুর ভাল ফলন ও দাম দুটোয় আশা করা হচ্ছে ।রনচন্ডি ইঊপির কুটিপাড়া গ্রামের আব্দুল হাই বলেন,এবার আলু চাষাবাদ করতে গিয়ে পদে পদে বিড়ম্বনায় পড়তে হয়েছে।

একদিকে চড়া দামে কিনতে হয়েছে আলুর বীজ,সে বীজ বৃষ্টিতে পচে যাওয়ায় দ্বিতীয়বার ৩ বিঘা জমিতে আলু লাগাতে খরচ হয়েছে দিগুন।অন্য দিকে সব ধরনের কৃষি পণ্যর দামও বেড়েছে।এতে সব মিলে প্রতি বিঘায় শেষ পর্যন্ত উৎপাদন খরচ দ্বাড়াবে ৫০হাজার টাকার উপরে।বর্তমান আবহাওয়া অনুক’ল থাকায় আলুর বাম্পার ফলন ও ভাল দামের আশা করা যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছর ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।অনুক’ল আবহাওয়ায় আগাম আলুর বাম্পার ফলন আশা করা হচ্ছে। চড়া দাম পেয়ে কৃষকেরা লাভবান হবেন।আলু ঊৎপাদনে মাঠপর্যায়ে কৃষককে সার্বিকভাবে পরামর্শ দেয়া হচ্ছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park