192 বার পঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি।।
বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। সকালে যথা সময়ে সকাল ১০ পর দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে খাগড়াছড়ি থেকে দুরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়ক গুলোতে সিএনজি অটোরিকশা, ইজিবাইক সহ ছোট যানবাহন চলাচল করছে। দুরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এছাড়া জনজীবন স্বাভাবিক রয়েছে। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাঙ্গা ব্রীজ এলাকায় কিছু বিএনপির নেতা কর্মী জরো হবার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয় এ সময়
তারা দুটি ককটেল বিস্ফোরন ঘটায় । এর পাল্টা জবাবে পুলিশ ৪/৫রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভংগ করে দেয়। তা ছাড়া খাগড়াছড়ির মাঠে দেখা যায়নি বিএনপি ও জামাতের নেতাকর্মীদের। শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অপরদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সামনে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শান্তি সমাবেশ করে।
খাগড়াছড়ি আওয়ামী লীগ জেলা শাখা ও সকল সহযোগী সংগঠন নিয়ে জেলা কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া’র সভাপতিত্ত্বে প্রতিবাদ ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম।
এসময় বক্তারা বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা শান্তি সমাবেশের নামে ধ্বংস যজ্ঞ চালাচ্ছে। কিন্তু আমরা তা হতে দিবো না।