152 বার পঠিত
ভারতের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ কয়েকদিন আগেই পৌঁছেছেন ভারতে।
সেখানে প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে ছবিটি, সঙ্গে থাকছে ইংরেজি সাবটাইটেল। বাঙালি দর্শক ছাড়াও যেন অন্যান্য ভাষার দর্শক ছবিটি উপভোগ করতে পারবেন। এরইমধ্যে ভারতের দিল্লি, মুম্বই, কলকাতাসহ বিভিন্ন শহরে চোখে পড়ছে ‘মুজিব’-এর পোস্টার ও ব্যানার। এর আগে গেল ১৩ই অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, রিয়াজ, দীপক আন্তানি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, এলিনা শাম্মি, দীঘি, প্রমুখ।