258 বার পঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ টি ইউনিয়নে জাতীয়তাবাদী ছাত্রদলের দুইটি কমিটি প্রকাশিত হয়েছে। বাগেরহাট জেলা দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন স্বাক্ষরিত এ সংক্রান্ত দুইটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
একটিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মোতাবেক বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ এবং সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ এর নির্দেশক্রমে মোরেলগঞ্জ উপজেলার আওতাধীন ১১ টি ইউনিয়ন কমিটি ও শরণখোলা উপজেলাধীন ৩ নং রায়েন্দা সদর ইউনিয়ন ও ৫ নং চিতলমারী সদর ইউনিয়নের আংশিক কমিটি বাগেরহাট জেলা ছাত্রদলের দপ্তর থেকে অনুমোদন দেয়া হলো। এ প্রেস বিজ্ঞপ্তিটি বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়।
অপরদিকে অন্য প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,যে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ এবং সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ এর নির্দেশক্রমে ১ টি কলেজ ও মোরেলগঞ্জ উপজেলার আওতাধীন ১১ টি ইউনিয়ন কমিটি এবং শরণখোলা উপজেলাধীন ৩ নং রায়েন্দা সদর ইউনিয়নের আংশিক কমিটি বাগেরহাট জেলা ছাত্রদলের দপ্তর থেকে অনুমোদন দেওয়া হলো। এ প্রেস বিজ্ঞপ্তিটি ছাত্রদলের জেলা দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন।
এ বিষয়ে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া জানা গেছে। কেউ কেউ জেলা সভাপতির পোস্ট করা কমিটিকে সঠিক বলে দাবী করেছেন আবার কেউ কেউ দপ্তর সম্পাদকের পোস্ট করা কমিটিকে সঠিক বলে দাবী করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা বলেন, বাগেরহাট জেলায় ছাত্রদলের দুটি গ্রুপ রয়েছে। একটি সভাপতি ইমরান খান সবুজের গ্রুপ এবং অপরটি সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপের গ্রুপ, দপ্তর সম্পাদক ইয়াহিয়া খান সুমন আলী সাদ্দাম দ্বীপের গ্রুপের রাজনীতি করে। এজন্য কমিটি দুইটা হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য খুব দ্রুত কেন্দ্রীয় কার্যালয়ে দুই গ্রুপের বসার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে জেলার সাধারণ সম্পাদককে মুঠোফোনে বার বার কল দেয়া হলেও ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয় প্রতিবেদক।
পরবর্তীতে মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সালেহ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জেলা সভাপতি ইমরান খান সবুজের ফেসবুক পেজ থেকে শেয়ার করা কমিটিই সঠিক। এটি কেন্দ্র থেকে অনুমোদন দেয়া। অন্য যে কমিটি দেয়া হয়েছে সেটি ভুয়া। এ বিষয়ে কেন্দ্র অতিদ্রুত তাদের সিদ্ধান্ত জানাবে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী আজিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দপ্তর সম্পাদকের সিলসহ দপ্তর সম্পাদক ইয়াহিয়া শেখ সুমনের আইডি থেকে শেয়ার করা কমিটিই সঠিক। জেলা সভাপতির আইডি থেকে পোস্ট করা কমিটি অনুমোদিত নয়৷
উল্লেখ্য যে, ২১ বছর পরে মোরেলগঞ্জের ইউনিয়নগুলোতে ছাত্রদলের এ কমিটি দেয়া হয়েছে।