157 বার পঠিত
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ও রানাগাছা ইউনিয়নের খরখড়িয়ায় এলাকায় অভিযান চালিয়ে ১৫ জুয়ারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার কৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ১৪ হাজার ৩৬০ টাকা ও জুয়ার আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন নাজিমুদ্দিন মণ্ডল (৪০), শ্রী বিপ্লব চন্দ্র সূত্রধর (৫২), আমিনুর রহমান শিপন (৪৯), রফিকুল ইসলাম (৫৫), বাবুল মিয়া (৬২), আ. রউফ (৪৯), শহীদ মিয়া (৬২), আব্দুল বাছেদ (৫৩), মিজানুর রহমান (৫৫) ও গোলাম রব্বানী (৪৬)।
অপরদিকে উপজেলার খরখড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জুয়ারিকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭৩০ টাকা ও জুয়া খেলার আলামত জব্দ করা হয়।