1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
গোপালগঞ্জে শেসাখামেক ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হচ্ছেন ইন্টার্নশীপ শেষ করে ক্যাম্পাস ত্যাগ করা ডাক্তাররা। - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

গোপালগঞ্জে শেসাখামেক ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হচ্ছেন ইন্টার্নশীপ শেষ করে ক্যাম্পাস ত্যাগ করা ডাক্তাররা।

গোলাম রব্বানী
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

 166 বার পঠিত

স্টাফ রিপোর্টার>গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কমিটিতে ছাত্রলীগের গঠনতন্ত্রের নিয়ম বর্হিভূত দুইজন প্রাক্তন ছাত্ররা সভাপতি পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল। সারা দেশের ন্যায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। বহুদিন যাবৎ এখানকার ছাত্ররা রাজনীতির সাথে জড়িত ছাত্ররা একটি সুশৃংখল কমিটি গঠনের জন্য তোরজোর করছে ।এ ব্যপারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দরা ক্যাম্পাসে এসে কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করে গেছেন গত ১০ই সেপ্টেম্বর। নেতৃবৃন্দদের হস্তক্ষেপে কমিটি গঠনের জন্য মেডিকেল কলেজের ছাত্র রাজনীতির সাথে জড়িত সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থীরা জীবন বৃত্তান্ত জমা দিচ্ছে বাংলদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নিকট।

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গেলে দেখা যায়, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষের ছাত্ররা আরো আগে পাশ করে বেরিয়ে গেছে এবং চলতি বছরের মার্চ মাসে তারা তাদের ইন্টার্নশীপ শেষ করেছে, তাদের মধ্যে উল্লেখ্য দুই জন ছাত্রলীগের এই কমিটিতে সভাপতি পদের জন্য জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। যা বাংলাদেশ ছাত্রলীগ এর গঠনতান্ত্রীক নিয়ম বহির্ভূত। মেডিকেল কলেজের ছাত্রত্ব না থাকা সত্বেও শফিকুল ইসলাম (শাফিক) ও খোরশেদ আলম (খোরশেদ)নামক দুই প্রাক্তন ছাত্র এবং বর্তমানে বাইরের হসপিটালে ডাক্তার হিসেবে কর্মরত, তারা ছাত্রলীগের এই কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসাবে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। ছাত্রলীগের এই কমিটিতে এদের জীবনবৃত্তন্ত জমা দেওয়ার ব্যাপারটা সমগ্র মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।গোপন সূত্রে আরো জানা যায় ডা: শফিকুল ইসলাম (শাফিক) মেডিকেল কলেজের ছাত্রত্ব অনেক আগে শেষ হওয়ার পরেও জোর করে ইন্টার্ন হোস্টেলের ৫০৬ নাম্বার রুম এখনও দখল করে বসে আছে কতৃপক্ষের অনুমতি ছাড়াই।

ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে নতুন কমিটি গঠন হচ্ছে, ব্যপারটা আমরা সাধুবাদ জানাই নেতৃবৃন্দকে। কিন্তু নেতৃবৃন্দের কাছে আমাদের দাবী বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের সর্ববৃহত ছাত্র-সংগঠন, বাংলাদেশ আওয়ামীলীগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এখানে ছাত্ররাই প্রাধান্য পাবে বলে আমরা মনে করছি। আমরা অবাক হচ্ছি যারা আমাদের এই মেডিকেল কলেজের নিয়মিত ছাত্র না, ছাত্রজীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছে, তারা কিভাবে ছাত্রলীগের কমিটিতে আসতে চায়। এ ব্যপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি।

শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ মোঃ জাকির হোসেন এর কাছে কলেজের সকল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগের কমিটি গঠন হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল, আমি তাদেরকে বলেছি যে কমিটিই হোক না কেন তা সম্পূর্ন নিয়মতান্ত্রীক প্রকৃয়ায় যেন হয়। ডাঃ শফিকুল ইসলাম (শাফিক) এর ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ডাঃ শাফিক পাশ করে বেরিয়ে গেছে আরো আগে, সে কিভাবে কলেজ হোস্টেলে থাকে, ব্যপারটা আমার জানা ছিলোনা। তিনি আরো বলেন, শাফিক যদি এখনও হোস্টেলে অবস্থান করে, অতি দ্রুত তাকে অপসারনের ব্যবস্থা করছি।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park