322 বার পঠিত
সুখ আছে কোথায় বলতে পারো কি তুমি?
সুখের জন্য তো করেছো বিঘা বিঘা জমি।
করেছো বাড়ি-গাড়ি পেয়েছো সুন্দরী নারী,
তবুও সুখের জন্য তোমার কেন এত আহাজারি?
তোমার আর কত লাগবে সুখ?
সুখের জন্য কেন জ্বালাময়ী তোমার এই বুক?
সুখের জন্য তো তুমি স্বজন করেছো পর,
সুখের জন্য তো তুমি ছাড়িয়াছো আপন ঘর।
সুখের স্বপ্ন দেখিতে দেখিতে তোমার দু’চোখে আসেনি ঘুম,
সুখের হিসাব করিতে করিতে কাটিয়া দিয়েছো রাত নিঝুম।
হিসাব না মিললেই হও হতাশা,
কত তোমার লাগবে সুখ আর কত প্রত্যাশা?
প্রকৃত সুখ তো তুমি পাবেনা কোথাও খুজে,
তবু তুমি ঘোর কেন মরিচিকার পিছে?
সুখ তো হলো স্রষ্টার দান,
স্রষ্টা না দিলে পাবেনা সুখ যতই করো চেষ্টা আপ্রাণ।
সুখের জন্য তুমি সেই স্রষ্টাকে গেছো ভূলে,
মনে রেখো ঠাঁই পাবেনা কোন কূলে।
লেখক: মোঃ রমজান হোসেন