297 বার পঠিত
কে এই মহিলা ?৷ বলতে বা চিনতে পারছেনা কেউ। ফরিদপুরের সদরপুর কৃষ্ণপুর রাস্তার ফুলতলা নামক স্থানে দীর্ঘ দিন যাবৎ রাস্তার পাসে একই স্থানে দেখা যায় এই মহিলাকে। সদরপুর থেকে যারা কৃষ্ণপুর বা ফরিদপুরে যাতায়াত করেন তারা দেখতে পান কাটাখালির পরেই ফুলতলা নামক স্থানে দেখা যায় বয়োসের ভারে নুজ জরসরো হয়ে মহিলাটি বসে থাকে এক ধিয়ানে।
যতই ঝড় বৃষ্টি হোকনা কেন এক টুকরো পলিথিন মুড়ি দিয়ে বসে থাকেন একই যায়গায়। স্থানীয় মিরজান নামক ১২/১৩ বছরের এক কিষোর জানায় গত ৬/৭ মাস পূর্বে হটাৎ দেখি এই মহিলাকে। ভেবেছিলাম হয়তো পাগল মহিলা পথ ভুলে এখানে এসেছে, পরে হয়তোবা চলে যাবে। কিন্তু একদিন দুইদিন করে প্রায় ৬ মাস যাবৎ এখানেই পড়ে আছে। স্থানীয় অপর যুবক মামুন জানায় আমি একদিন মোবাইল ফোনে কথা বলতে বলতে এখান দিয়ে যাচ্ছিলাম তখন ঐ মহিলাটি ইশারায় আমার মোবাইলটি চাইলে আমি তাঁকে মোবাইল ফোনটি দিলে সে ইশারায় মোবাইলে যেন কার সাথে কথা বলে। তবে সে ভাষা বোঝা যায়না। ঐ সময় ওখানে উপস্থিত স্থানীয় এক বৃদ্ধা জানান, ৬/৭ মাস যাবৎ এখানেই পড়ে আছে। কোথায় বাড়ি কি নাম আমরা জানিনা।
বেসির ভাগ সময়ে একা একা কথা বলে। তবে কি বলে আমতা বুঝতে পারিনা। কেউ তাঁকে প্রশ্ন করলে কোন উত্তর দেয়না। এলাকাবাসীরা জানান, স্থানীয়রাই তাঁকে বিভিন্ন সময় খাবার খেতে দেয়। থাকতে বললে রাজি হয়না। একি জায়গায় পরে থাকে। করোনার পর ডেঙ্গু’র মতো মহামারির যুগে অর্ধাহারে, অনাহারে, অযত্ন, অবহেলা আর অনাদরের পরেও রাস্তার পাশে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মহান আল্লাহ পাঁকের ইচ্ছায় বেঁচে আছেন ঐ মহিলার প্রতি ” বাংলাদেশ প্রেস ক্লাব” সদরপুর উপজেলা শাখা থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।