96 বার পঠিত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। সম্প্রতি অর্থ প্রতারণার অভিযোগে বেশ সমালোচনায় পড়েছেন তিনি। অভিনেত্রীর নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ জমা পড়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) দপ্তরে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি চিঠির মাধ্যমে গতকাল নুসরাতকে তলব করেছে ইডি।
একই কারণে নুসরাতের সঙ্গে ওই ফ্ল্যাট কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করা হয়েছে। এর আগে একই অভিযোগে কলকাতার গড়িয়াহাট থানার দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগীরা। মামলা হলেও ফ্ল্যাট কিংবা অর্থ কোনোটাই পাননি তারা। উল্টো অভিযোগ উঠেছে, মামলা তুলে নেয়ার জন্য তাদের হুমকি দেয়া হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে নুসরাতের দাবি, এই কোম্পানি থেকে ২০১৭’র ১লা মার্চ আমি রিজাইন করি। আমার বাড়ি দুর্নীতির টাকা দিয়ে কেনা নয়।
এই কোম্পানি থেকে আমি ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা লোন নেই। ২০১৭’র ৬ই মে সুদসহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দেই। সব ব্যাংক ডিটেইলস ও রেকর্ড আমার কাছে আছে। আমি কোনো দিনই এ রকম কোনো কাজ না করেছি, না করবো। ৩০০ শতাংশ চ্যালেঞ্জ করে বলতে পারি, দুর্নীতির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। ২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ নামক একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হন নুসরাত। তার সৌন্দর্যের কারণে মডেলিংয়ে সুযোগ পান তিনি। এরপর তিনি চিত্রনায়ক জিৎ-এর বিপরীতে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’Ñ চলচ্চিত্রে অভিনয় করে দ্রুত তারকা খ্যাতি পান আলোচিত এই অভিনেত্রী।